থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির


লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরী এবং লায়ন্স ক্লাব অফ মাজনার যৌথ উদ্যোগে কাপাসদা বাণীপীঠ হাইস্কুল ও দুলালপুর কে.সি. হাইস্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির অনুষ্ঠিত হল। 

শিবিরের সূচনা করেন কাপাসদা স্কুলের প্রধান শিক্ষক সোমেশ দাস ও দুলালপুর গার্লসের প্রধান শিক্ষিকা অর্চনা মাইতি বেরা।শিবিরে ২৯৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

বালুচরীর লায়ন্সের পক্ষে লায়ন অরবিন্দ মালী,জয়দেব বর্মন এবং মাজনা লায়ন্সের পক্ষে লায়ন মৃদুল পণ্ডা, আসেক উদ্দিন উপস্থিত ছিলেন। শিবির সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় বালুচরী লায়ন্সের সভাপতি সোমনাথ মণ্ডল, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন