ইন্দ্রজিৎ আইচ :- সেপ্টেম্বর মানেই শুরু উৎসবের মরশুম। তাই রাজ্যজুড়ে এবং দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী গণপতি বন্দনা, বারোয়ারি পূজোর পাশাপাশি ঘরে ঘরে গণেশ পুজোর রীতি রয়েছে। পঞ্জিকা অনুসারে এবার ভাদ্রপথ মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন করলেন
(অনাথ বন্ধু পরিবারের) শিপ্রা দেবনাথ তিনি একজন সমাজ সেবিকা,বিগত বারো বছর ধরে কেষ্টপুর এর তারুলিয়া সেকেন্ড লেনে গণেশ চতুর্থী আয়োজন করে আসছেন। প্রতি বছরের মত এই বছরেরও গণেশ পুজোর দিন কিছু বেকার ও দুস্থ মানুষদের আর্থিক সহায়তার জন্য ভ্যান এবং কিছু প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার প্রদান করলেন। এছাড়াও এ বছরে ছোটদের শিক্ষামূলক এর জন্য এক নব উদ্যোগ জ্যান্ত গণেশ ঠাকুর, গান্ধীজি , নেতাজী এবং বিবেকানন্দ সেজে চিহ্নিত করা।
Tags
উৎসব