কেকা মিত্র :- বাইপাসের পার্ল হোটেলে রথযাত্রা উপলক্ষে সুপরিচিত "সমাজবার্তা" সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো "সমাজবন্ধু ২০২৩" সম্মান অনুষ্ঠান। এই প্রথম সমাজ বার্তা এই অনুষ্ঠান করলো
ও সমাজের বিশেষ বিশেষ ক্ষেত্রের গুণী মানুষদের সমাজ বন্ধন সম্মানে দীক্ষিত করলেন। এই বছর প্রথম এই সন্মান পেলেন বিশিষ্ঠ সাংবাদিক, লেখক, কবি ও সম্পাদক ইন্দ্রজিৎ আইচ,
অল বেঙ্গল মেন'স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য,কবি আরন্যক বসু,সি পি ডি আর এর সর্ব ভারতীয় সম্পাদক অতীন্দ্র ঘোষ, প্রাক্তন পুলিশ কর্তা বিশ্বনাথ চাকি, বাউল শিল্পী গনেশ
ঘোষ এবং কলকাতা আলোর দিশার কর্ণধার অমিত বসু রায় চৌধুরী ও তাঁর শিল্পীরা, সঙ্গীত সাধক মল্লার ঘোষ, অভিনেতা অরিত্র দত্ত, প্রখ্যাত অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেতা সঞ্জীব
সরকার, চিত্র পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়, মানবী বন্ধপাধ্যায় ও আবৃত্তিকার মল্লিকা ঘোষ সহ আরো অনেক অন্যান্য কৃতি ব্যক্তিত্ব। সকলেই এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।
"সমাজবার্তা"র দুই কর্ণধার শায়ক ও গীতাঞ্জলি র উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।শায়ক এবং গীতাঞ্জলি
সমাজবার্তার কর্ণধার। তারা চায় সমাজের প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক ও সুন্দর থাকুক। এক নতুন সমাজ বন্ধনের বার্তা নিয়ে তারা এগিয়ে চলেছে। এই ভাবে তারা আগামীদিনে
আরো অনেক কাজ করবে এটাই তাদের স্বপ্ন।এইদিন নাচে , গানে ,আবৃত্তি, নাটকে বিভিন্ন শিল্পীরা অংশ গ্রহণ করেন। সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।
Tags
কলকাতা