প্রদীপ কুমার সিংহ :- মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিতে শাসকদলের অভিনব কৌশল দেখা গেলো । নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের
হাতে সাদা থান কাপড় ও ফুলের মালা ও মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ
পরগনা বারুইপুর পূর্ব বিধানসভায় অঞ্চলের জয়নগর থানার অন্তর্গত চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে।
অভিযোগ দক্ষিণ ব্যানার্জিচকের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই শাসক দলের
হুমকীর জেরে ভয়ে এলাকা। সুব্রতর বাড়িতে কয়েকজন যায় এবং তার বৃদ্ধ মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা দিয়ে হুমকি দিয়ে আসে। এই
প্রার্থীর পরিবারের দাবি তাঁরা কার্যত নিরাপত্তায় হীনতায় ভুগছেন। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন পরিবারের।
সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সর্দার জানান, গতকাল এলাকা বেশ কয়েকজন সুব্রতর বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মার হাতে সাদা কাপড় ও ফুল ও মিষ্টি
দিয়ে গেছে এবং সুব্রত বৃদ্ধ মাকে হুমকিও দিয়েছে যে ছেলেকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করবেন।একই সাথে তাঁদের দিয়ে যাওয়া এই সমস্ত
বৌমাকে দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ।
তাঁদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরণ সরদার তিনি বলেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
নির্দল কোন দলের ঠিক নেই ওর কথা আমরা বলতে পারব না। আমরা ইতিমধ্যেই আমাদের প্রার্থীদের দেয়াল লিখন আমরা শেষ করে দিয়েছি এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে
তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে।
দক্ষিণ 24 পরগনার সিপিএমের জেলা কমিটি সদস্য অপূর্ব প্রামানিক বলেন ,শাসক দলের চোখ রাঙানি ও সন্ত্রাসকে উপেক্ষা করে বহু প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
এমনকি হাসপাতালে ভর্তি থেকেও বহু প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শাসকদলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাপ দিচ্ছে প্রার্থীদের।
শাসকদলের ভয়ে এলাকা ছাড়া বহু প্রার্থী । ওই ব্লকেরই প্রার্থী ভানুপদ নাইয়া তার বাড়িতেও গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনীরা। সুব্রত বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের
Tags
কলকাতা