।। সিপিএমের প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তৃনমূল-বিজেপির বিরুদ্ধে ।।


 পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের জেড়থান অঞ্চলের সিপিএমের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিল এগরা ১ ব্লকের বিডিও অফিসে।

সিপিএমের প্রার্থী সৈকত জানার অভিযোগ, তৃনমূল এবং বিজেপির পক্ষ থেকে ফোনে আমাকে হুমকি দিয়েছে। আমি মনোনয়ন জমা না দেওয়ার জন্য। আমি খুর আতঙ্কিত। আমার মা বাড়িতে একা থাকেন এই নিয়ে আমি বিভ্রান্ত। জেতার পক্ষে আমি একশো শতাংশ আশাবাদি। মানুষ আমাদের পাশে আছে দুটো দল যদি মানুষ কে রেগিং না করে তা হলে আমি জিতবো।
এগরা ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি সত্য চক্রবর্তী এই সমস্ত অভিযোগ উড়িয়ে বলেন এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই রকম কোন ঘটনা ঘটে থাকলে আমরা তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো। 

স্থানীয় এলাকার বিজেপির মন্ডল সভাপতি বিমল শীট জানিয়েছেন, রাজ্য পুলিশের উপরে আমাদের আস্থা নেই। তাই আমরা চাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করতে পারে, তার জন্য নির্বাচন কমিশনকে দেখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন