যদি জানতে পত্রিকার আয়োজনে কবি প্রণাম





 খেজুরীর পূর্বচড়াতে নেতাজী পাঠচক্র ও যদি জানতে পত্রিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬৩তম রবীন্দ্র জয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠান৷ পঁচিশে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় সুসিত বরণ পড়্যা মহোদয়৷ উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ড. প্রবালকান্তি হাজরা, পার্থ সারথি দাশ, স্বপনকুমার মন্ডল, রণজিৎ দাস, ড. বিষ্ণুপদ জানা, রতিকান্ত কান্ডার, সুনীল দাস, বিমানকুমার নায়ক, বিশ্বনাথ মালিক, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, সুভাষ ঘোড়ই, তনুশ্রী কর জানা, শ্রীমন্ত দাস, সুবেশ সামন্ত, জলধর নায়ক, অনিল কুমার সাহু, সমাদৃতা মাইতি, প্রদীপ শাসমল, জগন্নাথ দাস, দুর্গা দাস ও অনন্ত কুমার মান্না প্রমুখ গুণীজনবর্গ৷


ছড়ায়, কবিতায়, আলোচকদের কথায়, নৃত্যে ও সঙ্গীতে নানা রঙে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিষয়ক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় কবি প্রণাম অনুষ্ঠান৷ 


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইলাল জানা ও অনিন্দিতা কামিলা৷ অনুষ্ঠানের সাফল্যে নেতাজী পাঠচক্রের কর্ণধার প্রাবন্ধিক স্বপনকুমার মন্ডল মহোদয় এবং যদি জানতের পক্ষ থেকে কবি জয়দেব মাইতি মহোদয়দ্বয় রবীন্দ্র অনুরাগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন