বৌদির সাথে অবৈধ সম্পর্ক,স্ত্রী-কন্যাকে খুন করলো যুবক

 




বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নিজের সাত মাসের কন্যা সন্তান সহ স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের।


ঘটনার বিবরন তমলুকের সোনম খাতুন(২৩)এর সাথে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লাক্ষ্যা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। এই দম্পতির সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে ।


জানা গেছে শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুরবাড়ি থেকে তার বাবা  মঈনুদ্দিন আলীকে ফোন করে  বলা হয় কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম। খবর পেয়ে তাঁরা মহিষাদলে পৌঁছলে তারা দেখেন সাত মাসের নাতনি সহ  তাঁদের মেয়ের মৃতদেহ খাটে শোয়ানো রয়েছে। 



মৃতার বাবা মইনুদ্দিন আলী অভিযোগ করেছেন জামাইয়ের সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তার মেয়েকে খুন হতে হয়।অবৈধ সম্পর্কের কথা তারা কিছুদিন পূর্বেই জানতে পেরেছেন। এই সম্পর্কে জেরেই খুন হতে হলো তার মেয়েকে।


 ঘটনায় মহিষাদল পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন