ইন্দ্রজিৎ আইচ
বারুইপুর আবৃত্তি নন্দন রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে আবৃত্তি নন্দন ও কাহাক পাবলিশার্স যৌথ উদ্যোগে আগামী ২০ ও ২১ শে মে বারুইপুর রবীন্দ্র ভবনে পালন করতে চলেছে দুই দিন ব্যাপী আবৃত্তি মেলা। এই উৎসব উপলক্ষে গড়িয়াহাট কাহাক পাবলিশার্স এর নিজস্ব প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সন্মেলনে বারুইপুর আবৃত্তি নন্দন এর প্রধান অলোক ব্যানার্জী জানালেন দুই দিনের এই উৎসবে ১৫০ জন কবি ও আবৃত্তিকার অংশ নেবেন। রোজ বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান হবে। মূলত বাংলা ও বাংলাদেশ এর শিল্পী দের মেলবন্ধন ঘটাতে এই উদ্যোগ। আমাদের এই উৎসবের ক্যাপশন হয়েছে " উৎস থেকে মোহনায় "। এই আবৃত্তি অনুষ্ঠানে
৪ থেকে ১৬ বছর বয়সের ছোটরা যেমন অংশ নেবে তেমন নামি ও অনামী অনেক কবি ও আবৃত্তিকারও অংশ নেবেন। কাহাক এর পক্ষে মিতা ঘোষ জানালেন দুই ২৪ পরগনা, পূর্ব - পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ধর্ম নগর, ত্রিপুরা, বাংলাদেশ সহ মোট ৯ টি সংঘটন
অংশ নেবে। এছাড়া কলকাতা, হুগলী, বীরভূম, দার্জিলিং সহ বিভিন্ন জেলার ও অন্য রাজ্য এবং অন্য দেশের শিল্পীরা অংশ নেবেন। কাহাক এর কর্ণধার আদিপ্ত মজুমদার জানালেন কাহাক ৫ বছরের সংস্থা। তাদের অন্যান্য ব্যবসা যেমন আছে তেমন প্রকাশনাও আছে। ইতি মধ্যে ১০ টি বইও প্রকাশিত হয়েছে। এই আবৃত্তি উৎসব উদ্বোধন করবেন আই সিসি আর
এর আধিকারিক রমেশ চাঁদ, আশিষ গিরি, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আশিষ গিরি, জয়ন্ত চট্টোপাধ্যায়, আকাশবাণী র উপস্থাপক সৌমেন চৌধুরী সহ আরো অনেকে।