প্রকৃত দরিদ্র ও ভূমিহীনদের দেওয়া হল সরকারি পাট্টা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ১৮জন প্রাপককে তুলে দেওয়া হলো পাট্টা ও রেকর্ড। এদিন ভূমিহীনদের পাট্টা তুলে দেন এগরা ১ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা ১ পঞ্চায়েত সমিতি সভাপতি অমিয় কুমার রাজ এবং ব্লকের ভুমি আধিকারিক তরুণ মাইতি ও ব্লকের জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি।
এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ জানিয়েছেন, প্রকৃত যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ভূমিহীন ব্যক্তিদের দেওয়া হল পাট্টা। এদিন বরিদা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮জন কে পাট্টা এবং রেকর্ড দেওয়া হয়েছে। তবে ব্লকের মোট ৫৫জন কে এই দুয়ারে সরকার শিবির থেকে পাট্টা তুলে দেয়া হবে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিদা গ্রাম পঞ্চায়েতে প্রধান রানু রানি বেরা, উপপ্রধান শান্তনু নায়ক, সমাজসেবী সিদ্ধেশ্বর বেরা, এগরা ১ পঞ্চায়েত সমিতির সদস্য সেক সুমন ও জেলা পরিষদের সদস্য ড: ছবি রানী দাস মহাপাত্র প্রমূখ।