।। সাগরদীঘির প্রভাব পঞ্চায়েতে পড়বেনাঃঅখিল গিরি ।।

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আসন্ন তার আগে দলের সংখ্যালঘু সেলকে চাঙ্গা করার উদ্যোগ নিলো রাজ্যের শাসক দল তৃনমূল।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে মহিষাদলের কাপাসএড়্যায় অডিটোরিয়ামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
 সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুল ইসলাম, রাজ্যের মন্ত্রী অখিল গিরি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, বিধায়িকা ফিরোজা বিবি,জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল সামাদ সহ অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত সম্প্রতী মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে উপনির্বাচনে শাসকদল তৃণমূলের পরাজয় হয়েছে। সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সংখ্যালঘু সেলকে আরো চাঙ্গা করার পরিকল্পনা তৃনমূল রাজ্য নেতৃত্ব নিয়েছে বলেও দলীয় সুত্রে জানা গেছে।

এই সভায় যোগদিয়ে সাগরদীঘিতে পরাজয়ের পর পঞ্চায়েত ভোটের আগে সকলকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান রাজ্যের মন্ত্রী অখিল গিরি, তিনি বলেন, এই পরাজয়ের খামতি আমাদের খুঁজে বের করতে হবে।তবেই এই পরাজয়ের প্রভাব বাংলায় পড়বে না বলেও দাবি করেছেন রাজ্যের মন্ত্রী।

রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুল ইসলাম বলেন রাজ্যে বাম সরকারের আমলে নানা ভাবে সংখ্যালঘুদের উপেক্ষিত করেছে।সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।আর কেন্দ্রের বর্তমান শাসক দল সংখ্যালঘুদের সাথে বিমাতৃ সুলভ আচরন করে ।এই বঞ্চনা-অবহেলার থেকে রক্ষা পেতে আরো বেশী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বনা জানান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন