।। এক্তারপুর কল্পতরু সংঘের রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ ।।

আজ এক্তারপুর কল্পতরু সংঘের উদ্যোগে বিগত কয়েক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ অনুষ্ঠান হয়৷
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অজিতকুমার জানা৷ প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমরেশ সুবোধ পড়িয়া৷ এই অনুষ্ঠানে ছিলেন অসীমকুমার পাত্র, গোকুল ভূঞ্যা, অনিলকুমার সাহু, অমলেন্দু পাল, স্বপনকুমার প্রধান, বিবেকানন্দ শাসমল, সুমতি পড়িয়া, সুমনা চক্রবর্তী, অনন্যা মাইতি, বিজন জানা প্রমুখ গুণীব্যক্তিবর্গ৷ 
উপস্থিত অতিথিরস রক্তদান মহাদান এবং এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কল্পতরু সংঘের সকল সদস্য-সদস্যা, রক্তদাতা এবং তমলুক জেলা ব্লাডব্যাংকের ডাক্তারবাবু ও সহকর্মী সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ 
গতবছর কল্পতরু সংঘের উদ্যোগে যে আশিজন রক্তদাতা রক্তদান করেছিলেন তাঁদের নামের তালিকা ও সাহায্যদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়৷ এবছরও গত বছরের তুলনায় তালিকা দীর্ঘ হবে এই আশা করছেন উদ্যোগী সংঘের কর্মকর্তাগণ৷ সংঘের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামাপদ রাণা ৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন