।। বারুইপুরের বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো ।।

প্রদীপ কুমার সিংহ :- সরস্বতী পুজো হলো বারুইপুরের বিভিন্ন স্কুলে। মাঘ মাসে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হলো বিভিন্ন জায়গায়। সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন স্কুলের সহ বিভিন্ন ক্লাব সংগঠনেও এই পুজো হয় ।বারুইপুর রাসমণি স্কুল ,বারুইপুর ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয় ,বারুইপুর গার্লস স্কুলে এই পুজো উপলক্ষে শুধু মেয়েদের নয় ছেলেদের ভিড় ছিল চোখে দেখার মত। সরস্বতী পুজো উপলক্ষে অনেকেই ভ্যালেন্সটাইন্স ডে পালিত করে। এই দিন বেশিরভাগ ছাত্রী হলুদ, বাসন্তী শাড়ি পড়ে স্কুল কলেজে আসে। দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানা অন্তত বারুইপুর মাদাহাট মুখার্জী পাড়ার তরুণ সংঘের ঠাকুর এবছরে ৫৬ বছরে পদার্পণ করে। এখানকার সরস্বতী ঠাকুর চোখের দেখার মত হয়েছে। এক প্রকার বলা যেতে পারে বারুইপুরের সেরা প্রতিমা হয়েছে এখানে এই দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। পাড়ার বাচ্চারা গান,আবৃতি, নৃত্য পরিবেশন করে। সেই সঙ্গে সাংবাদিককেও সম্মান জানায়। 

 রিয়েল স্টার ক্লাবের সরস্বতী ঠাকুর শুভ্র বসন পরিধান কি অপরূপ দেখতে লাগে। বারুইপুর পোস্ট ক্লাবে এ বছরের জদসরস্বতী পুজো ছয় বছরের পদার্পণ করে এই পুজোর উপলক্ষে সদস্যদের ভুরিভোজ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন