প্রদীপ কুমার সিংহ :- সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এর দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর রাস মাঠে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।
রাস মাঠে কুচকাওয়াজে আয়োজন করেছিল। সেখানে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পতাকা উত্তোলন ও ত্রিরঞ্জিত বেলুন উড়ান মহকুমা শাসক সুমন পোদ্দার ।
উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার ডেপুটি কালেক্টর বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর বিডিও সৌরভ বিশ্বাস, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানের বারুইপুর মহকুমা এলাকা থেকে বারুইপুর পুলিশ জেলার একটি দল সহ বিভিন্ন স্কুল বিভিন্ন সংগঠন ১৯ টি দল অংশগ্রহণ করেছিল।
কুচকাওয়াজে অভিভাবন গ্রহণ করেন মহকুমার শাসক সুমন পোদ্দার । এছাড়া বিভিন্ন পৌরসভার ট্রাভেল বারুইপুর ব্লকে ট্রাভেল,বারুইপুর অগ্নি নিবারণ বিভাগের গাড়ি।
Tags
উৎসব