।। মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ছবি " আরো এক পৃথিবী " ।।

ইন্দ্রজিৎ আইচ :- অশোক ধোনুকা ও হিমাশু ধোনুকা নিবেদিত এস কে মুভিজ এর ছবি আরো এক পৃথিবী মুক্তি পেতে চলেছে ৩ ফেব্রুয়ারি,শুক্রবার।

 পরিচালনা অতনু ঘোষ। পার্ক স্ট্রীট এর এক রেস্তোরায় এক সাংবাদিক সন্মেলনে এই ছবির মিউজিক ও ট্রেলার লঞ্চ হয়ে গেলো। উপস্থিত 
ছিলেন এই ছবির মূল চারজন অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য, অনিনদিতা বোস ও বাংলাদেশ এর নায়িকা তাসনিয়া ফারিন, পরিচালক অতনু ঘোষ ও সঙ্গীত পরিচালক
দেবজ্যোতি মিশ্র। 
পরিচালক অতনু ঘোষ জানালেন এই ছবিটা 
চারজন কে নিয়ে গল্প। তাদের জীবন, নানা ঘটনার মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। পুরো ছবিটা শুটিং হয়েছে লন্ডনে। হল পাবার একটা সমস্যার জন্য এই ছবিটা মুক্তি পেতে দেরি হলো। উপস্থিত সকলেই খুব আশাবাদী যে এই ছবিটা সকলের ভালো লাগবে। আগামী ৩ রা ফেব্রুয়ারি মুক্তি পাবে অতনু ঘোষ এর এক অন্য ধারার ছবি আরো এক পৃথিবী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন