।। প্রজাতন্ত্র দিবস উদযাপন ও বাণী বন্দনায় পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম ।।

বৃহস্পতিবার ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক, আশ্রম পরিচালিত স্নেহ ছায়া বালিকা শিশু আবাসের আবাসিক ও পাঁউশী খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা একত্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করল। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন জ্যোতি প্রকাশ চ্যাটার্জী। অন্যান্যদের মধ্যে ছিলেন বাসবী চ্যাটার্জী, দমদম পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বিশ্বদেব মুখার্জি ও আশ্রমের সম্পাদক তথা কর্ণধার বলরাম করণ। উপস্থিত ছাত্র-ছাত্রী ও আবাসিকদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া জাতীয় পতাকার মর্যাদার কথা বিশেষভাবে জানায়। দেশাত্মবোধক গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা পায়।


তাছাড়া এদিন ছিলো সরস্বতী পূজা। বাগ দেবী সরস্বতীর আরাধনায় সমস্ত আবাসিক ও স্কুলের ছাত্রছাত্রীরা খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে আশ্রম প্রাঙ্গণ যেন এক স্বপ্নপুরীর দেশে। সবাই একত্রে পুষ্পাঞ্জলী দেয় ও প্রসাদ খায়।পূজানুষ্ঠানে যোগ দেওয়া প্রায় ৫০০ গ্রামবাসীকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন