শশ্মানের জমিতে স্টল নির্মান কান্ডে কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনে শুক্রবার কাঁথি থানার মুখোমুখি হতে চলেছেন সৌম্যেন্দু অধিকারী ?
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে হিন্দুদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার যায়গা অর্থাৎ শ্মশানের জমি বেআইনী ভাবে দখল করে স্টল বিক্রীর অভিযোগ ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময়ে রাঙ্গামাটি শ্মশানের জমি বেআইনী ভাবে দখল করে স্টল বিক্রী করেন বলে অভিযোগ।এই বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্না ।
এর পরে গত ১১ অগস্ট কলকাতা হাইকোর্ট একটি অন্তর্বতী নির্দেশে রক্ষাকবচ দিয়েছিল সৌম্যেন্দুকে ৷ কিন্তু পরে কাঁথি থানা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ৷ সেই সমন খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌম্যেন্দু৷
হাইকোর্টের কাছে সৌমেন্দু অধিকারীর অভিযোগ, এর আগে তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তাঁর বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু কাঁথি শ্মশানের জমিতে বে-আইনিভাবে দোকান তৈরি করে বিক্রির অভিযোগে কাঁথি থানা তার বিরুদ্ধে নতুন করে নোটিশ জারি করেছে।সেই নোটিশ খারিজের দাবি জানান সৌম্যেন্দু অধিকারী।
এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানায় সৌম্যেন্দু অধিকারীকে তদন্তের স্বার্থে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। তিনি যদি তদন্তে সহযোগিতা করেন তাহলে তদন্তের সুবিধা হয়।
এর পরেই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন দশমীর পরে তদন্তকারী অফিসাররা শ্মশানের জমিতে বে আইনী ভাবে স্টল নির্মান কান্ডে অভিযুক্ত সৌম্যেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকতে পারবে।
আদালতের সেই নির্দেশের জেরেই কি শুক্রবার কাঁথি থানার তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে চলেছেন সৌম্যেন্দু অধিকারী ?