লিওদের নিয়ে স্বচ্ছতার প্রচার সুস্বাস্থ্য কেন্দ্রের

 



স্বচ্ছতাই নীরোগ থাকার প্রধান শর্ত।কাঁথির মানুষকে সেই শিক্ষা দিতে পথে নামলো কাঁথি পৌরসভার কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র।মানুষের কাছে এই বার্তা পৌছে দিতে সাথে নিলো আগামী দিনের ভবিষ্যৎদের অর্থাৎ কাঁথি লিও ক্লাবের সদস্য-সদস্যাদের।


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাঁথি লিও ক্লাব ও কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র উৎসব মরসুমে  সাফাই অভিযান চালালো কাঁথি শহরের বিভিন্ন প্রান্তে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিনে চললো এই সাফাই অভিযান।১৫ দিন ধরে  এই অভিযান চলে।


জানা গেছে কাঁথি মহকুমা শাসক চত্বর,ভোলানাথ চক্ষু হাসপাতাল চত্বর,কাঁথি আদালত চত্বর বিভিন্ন এলাকাতে এই সাফাই অভিযানে এলাকার ও পথচলতি মানুষদের সচেতন করা হয় ।এমনকি টুপি - গেঞ্জি প্রমুখ সামগ্রীও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন