হাওড়া রামরাজাতলা হইতে মেদিনীপুর স্টেশন পর্যন্ত স্টেশন চত্বরে রেলওয়ের দীর্ঘদিনের অব্যবহৃত জায়গায় ছোট ছোট দোকান করে থাকা দোকানদার এবং বস্তিবাসীদের লিজ বা ভাড়া দেওয়া সহ কয়েক দফা দাবিতে আজ দক্ষিণ পূর্ব রেলওয়ে দোকানদার কল্যাণ সমিতির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় কোলাঘাটের ভোগপুর কেনারাম স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম
হল- পুনর্বাসন ছাড়া ওই দোকানদার ও বস্তিবাসীদের উচ্ছেদ না করা, দোকানদারদের উপর আর.পি.এফ.'র হয়রানি এবং টাকা তোলা বন্ধ, জাতীয় হকার নীতিতে রেলের ক্ষেত্রকে যুক্ত করা প্রভৃতি।
সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শশাঙ্ক শেখর মাইতি। উপস্থিত ছিলেন সারা বাংলা হকার্স ইউনিয়নের সভাপতি মধুসূদন বেরা, সাধারণ সম্পাদক শান্তি ঘোষ।
প্রায় চার শতাধিক প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন। সম্মেলন থেকে শশাঙ্ক শেখর মাইতিকে সভাপতি ও গোপাল মাইতিকে সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।