কৃষি বিদ্যুৎ গ্রাহকদের বাঁশের খুঁটিতে থাকা কানেকশনগুলির বিদ্যুৎ এর তার অবিলম্বে কংক্রিটের খুঁটি লাগিয়ে বিদ্যুৎ সংযোগ, মাটিতে পড়ে থাকা ট্রান্সফরমারগুলি অতি সত্তর খুটিতে তোলা, খারাপ মিটার দ্রুত পরিবর্তন, জনবিরোধী কেন্দ্রীয় বিদ্যুৎ বিল ২০২২ বাতিল সহ ছয় দফা দাবিতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (আবেকা)'র এগরা মহকুমা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের এগরার ডিভিশনাল ম্যানেজার অফিসে বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষোভ প্রর্দশন করে।
ডিভিশনাল ম্যানেজার ইলা কোলে স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, মহকুমা সম্পাদক সনাতন গিরি প্রমুখ।