কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত গোকুলপুর শাখা অফিসের উদোগে ও পরিচালনায় কলকাতা ভিশন আর এক্স ল্যাব এর সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসা মন্ডলী ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা গোকুলপুর শাখা অফিসের প্রশিক্ষণ কক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির , চশমা প্রদান হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।
এই গ্রাম পঞ্জায়েতে র বিভিন্ন গ্রাম থেকে 240 জন রোগীর কোভিড বিধি মেনে চক্ষু পরীক্ষা করা হয়। এতে ৪৭ জন রোগীর ছানি পাওয়া গেছে। এছাড়া প্রত্যেক রোগীর যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবিরে অভিশাপ আর এক্স ল্যাব কলকাতা এর অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন ডঃ দেবনাথ বাগ, ডঃ সপ্তশ্রী ঝাঁ, ডঃ পার্থ সাহা।
এই অনুষ্ঠানেওয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুলপুর গ্রাম পঞ্জায়েতে র প্রধান ইরানি মাইতি, উপপ্রধান লক্ষীকান্ত পাই, শাখা অফিসের ভুমিদাতা অদৈত ঘোড়াই।
এছাড়া ও একই দিনে গোকুলপুর শাখা অফিসের প্রশিক্ষণ কক্ষে ১০৫ জন কে বিনা মূল্যে হোমিওপ্যাথি ঔষধ দেওয়া হয়। এই শিবিরের উদ্বোধন করেন গোকুলপুর গ্রাম পঞ্জায়েতে র প্রধান ও উপপ্রধান, হোমিওপ্যাথি চিকিৎসা ডঃ সুবোধচন্দ্র বারিক।
দুটো শিবিরে কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপারভাইজার, মঞ্জুশ্রী মাইতি , বিশ্বজিৎ দাস, এবং পটাশপুর ও গোকুলপুর শাখা অফিসের কমীবৃন্দ।