ইন্দ্রজিৎ আইচ
বেহালার রঙ্গশ্রী আর্ট এন্ড কালচারএর সম্প্রতি তাদের পঞ্চম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর পাড়া
গণভবনে। এই অনুষ্ঠানে সেদিন বিশেষ অতিথি ছিলেন
ভরতনাট্যম নৃত্য গুরু ডাঃ অর্কদেব ভট্টাচার্য, বালী ময়ুরী নৃত্য সংস্থা ও ভরতনাট্যম নৃত্য গুরু শ্রাবণী দাস দত্ত ও তার গ্রুপ, কত্থক নৃত্য গুরু কুশল ভট্টাচার্য,গৌড়ীয় নৃত্য শিল্পী পৌলমী শাখেলকর সমাজ সেবিকা পাপীয়া কর,সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ, ছন্দনীড় নৃত্য সংস্থা এর ডিরেক্টর ও কো ডিরেক্টর অর্নব চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও রঙ্গশ্রী আর্ট আ্যান্ড কালচার এর দিশানী ভৌমিক। এইদিন সকলের হাতে উত্তরীয় ও স্বারক তুলে দেন রঙ্গশ্রী র দুই প্রধান লিপাসি ভৌমিক ও সুরজিৎ ভৌমিক।
এইদিন দিশানি ভৌমিক এর নৃত্যে সকলের দৃষ্টি আকর্ষণ করে। দিশানি তিন বছর বয়েসে প্রথম কথক তালিম নেওয়া শুরু করে " পল্লব মজুমদার " এর কাছে।
"নৃত্যশিরোমনি গুরু বন্দনা সেন ও নৃত্যবিলাশ গুরু সুচন্দ্রা ব্যানার্জি দিশানিকে নৃত্যে তালিম দিয়েছেন বহুদিন। কত্থক নৃত্য শিল্পী কুশল ভট্টাচার্য কিছুদিন দিশানীর মেন্টর ছিলেন।
বর্তমানে দিশানি গুরু অঞ্জু ভট্টাচার্য কাছে তালিম নিচ্ছে।
এই দিন দিশানি অনেকগুলি নৃত্য পরিবেশন করে । অন্যান্যদের মধ্যে
যারা মঞ্চে নৃত্য পরিবেশন করেন তারা হলেন ভুবনেশ্বর বিদিশা বসুমল্লিক, সুনয়না লকরা ও রাজর্শি ঘোষ , নৃত্যাংগন ড্যান্স একাডেমি থেকে অনন্যা মন্ডল, গীত বর্ধন ও কোশানী কুন্ডু, বিহার থেকে গোলু কুমার ঠাকুর ও আজমের আলম,আদ্রিজা রীট,মনোরঞ্জন ভট্টাচার্য ও রিমা ভট্টাচার্য, দেবদত্তা মান্না শ্রীজিতা দাস,পিতা ও পুত্রী অনুপম কান্তি চন্দ্র ও অন্বেষা চন্দ্র,ডাঃ ঐশী চ্যাটার্জি ও চন্দ্রকলা ড্যান্স একাডেমি।পুরো অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন দিপায়ন ঘোষ। সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন রঙ্গশ্রী আর্ট এন্ড কালচারের দুই প্রধান কর্ণধার লিপাসি ভৌমিক ও সুরজিৎ ভৌমিক। সেদিনের সামগ্রিক অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে উপস্থিত দর্শকদের কাছে।