প্রয়াত হলেন প্রাক্তন বিচারপতি ডি কে বসু। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ মারা যান তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।
প্রথম জীবনে আইন ব্যবসা শুরু করে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। ১৯৯৮ সালে কর্মজীবন থেকে অবসর নিলেও, আইন জগত থেকে দুরে থাকেননি।
ন্যাশনাল লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান, লিগাল এইড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গলের সভাপতি হিসেবে তাঁর কাজ চিরস্মরণীয়। এছাড়াও, সভাপতি ছিলেন এসোসিয়েশন অফ রিটায়ার্ড জাস্টিসের পদেও দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর প্রয়াণে আইনমহলে শোকের ছায়া নেমে এসেছে।