করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে প্রায় বেসামাল গোটা দেশ।এই সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলা জুড়ে মানুষের পাশে দাঁড়াতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন বামপন্থী ছাত্রযুবদের নেতৃত্বাধীন রেড ভলান্টিয়ার্সরা।রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়াতে এগিয়ে এগিয়ে আসছেন শুভানুধ্যায়ীরা।
মেদিনীপুর শহরের মানিকপুর জোড়া পুকুর এলাকার বাসিন্দা স্বাস্থ্য বিভাগের প্রাক্তনকর্মী গৌতম মুৎসুদ্দী ও গৃহবধূ সুনিতা মুৎসুদ্দীর, কন্যা ব্যাঙ্ককর্মী শ্রুতি ব্যানার্জী ও জামাতা ব্যাঙ্ককর্মী সৌরভ ব্যানার্জীর পুত্র নৈতিকের জন্মদিন ছিল শুক্রবার।
শুক্রবার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র নৈতিক শুক্রবার ছ'বছর পূর্ণ করে সাত বছরে পা'দিল। নৈতিকের পরিবারের পক্ষ থেকে নৈতিকের জন্মদিন উপলক্ষ্যে রেড ভলান্টিয়ারর্সদের হাতে কোভিড মোকাবিলায় বেশকিছু সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো।
নৈতিক নিজহাতে সুরক্ষা সামগ্রী তুলে দিলো রেড ভলান্টিয়ারদের হাতে।রেড ভলান্টিয়ারদের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি সহ অন্যান্যরা।