দুইমন্ত্রী ও বিধায়ককে গ্রেফতার করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের লালপুর গান্ধীরোড বাসষ্ট্যান্ড এলাকায় বিজেপির বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সমর্থকরা। সোমবার বাজকুল - ভগবানপুর রাজ্য সড়কের লালপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে সিবিআই-এর এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সরব হন।
বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ আজিমুল হোসেন, ইকবাল হোসেন, ইয়াকুব হোসেন, সোনা মল্লিক ও শেফালী কর প্রমুখ। বিক্ষোভ চলাকালীন রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি রাজ্যপালকে বিজেপির 'দালাল' বলে উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়।
তৃণমূল নেতা শেখ আজিমুল হোসেন বলেন,"এ দিন ভোর ছয়টায় তৃণমূলের দুই মন্ত্রী ও বিধায়ক কে সিবিআই অনৈতিকভাবে গ্রেফতার করে। এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। অবিলম্বে গ্রেফতার প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দেওয়া হয়।