একাডেমী তে অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াত নাট্যকার অমিতাভ চক্রবর্তীর রেট্রোস্পেকটিভ



          ইন্দ্রজিৎ আইচ

কলকাতার বাহিরে, ধারাবাহিক নাট্য চর্চার  উল্লেখ যোগ্য নাম আরোহী ব্যান্ডেল. 1987 সাল থেকে এ অবধি 36 টি সফল  নাট্য প্রযোজনা তাদের ঝুলিতে. বহু পুরস্কৃত উল্লেখযোগ্য প্রযোজনা গুলি হল

নষ্টনীড়,খুকুর সকাল,ছেঁড়া ক্যানভাস, যতীনবাবু শুনছেন,হলুদ রঙের টি শার্ট,

যমুনা দাসীর ঘরকন্ন,ছৌ এর নাচে কাঁপে পাহাড় চূড়া ( পূর্ণাঙ্গ ),রূপকথার জন্যে(পূর্ণাঙ্গ),শব সাধনা,মল্লার,ওঃ মাই গড(পূর্ণাঙ্গ),রাত কত হলো( পূর্নাঙ্গ)

সব নাটক গুলির রচয়িতা  অমিতাভ চক্রবর্তী এবং  নির্দেশক  রঞ্জন রায়.

সম্প্রতি প্রয়াত হয়েছেন নাট্যকার  অমিতাভ চক্রবর্তী. তাঁর স্মৃতির স্মরণে আগামী 27 শে জানুয়ারি 2021, বুধবার কলকাতার একাডেমি মঞ্চে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হতে চলেছে  " অমিতাভ চক্রবর্তী রেট্রোস্পেক্টিভ". শ্রী চক্রবর্তী রচিত দুটি স্বল্প দৈর্ঘ্যর নাটক " যতীনবাবু শুনছেন" ও " ছেঁড়া ক্যানভাস" মঞ্চস্থ হবে.

প্রসঙ্গত ঐ দিন "ছেঁড়া ক্যানভাস" নাটকটির  300 তম প্রদর্শন. এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে. প্রকাশ করবেন বাংলা নাটকের অভিজ্ঞ নাট্যজন.

প্রকাশিত হবে শ্রী চক্রবর্তীর নাট্য জীবনের সংক্ষিপ্ত পরিচয় ও আরোহীর শ্রদ্ধার্ঘ্য.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন