পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় ফের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটলো।শহরের শিল্প আবাসন এলাকায় ফের এই রহস্য মৃত্যুর ঘটনা ঘটল।
সোমবার টাউনশিপে সেক্টর সেভেনটিন এলাকায় আইওসি আবাসনের ৭০/এ ফ্ল্যাট থেকে সৌরভ কুমার বনিক নামে এক ২৫ বছরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওই যুবক দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেন।
আইওসির মণীষ কুমার নামে এক আধিকারিকের ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল। সেই ফ্ল্যাট থেকেই যুবকের দেহ উদ্ধার হয় এদিন সকালে। নাইট ডিউটি থেকে ফিরে মনীশ তাঁর ঘরে এই দৃশ্য দেখে পুলিসে খবর দেন।