বুধবার তৃণমূল কংগ্রেসের কাঁথিতে পথসভা যাওয়ার জন্য কাঁথি ১ নম্বর ব্লকের অন্তর্গত রাইপুর অঞ্চলের এক বিশাল মিছিল কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ড থেকে ডরমেটরি দিকে যায় ।
এই মিছিলে প্রায় ১৫০০ লোক ছিল। যারা পায়ে পা মিলিয়ে যায়। এছাড়া প্রায় ২৫০ বাইক র্যালী করে রাইপুর অঞ্চল থেকে।
রাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে নেতৃত্ব দেন গ্রাম প্রধান জাহেরুন বিবি, উপ প্রধান পরিমল দাস, গ্রাম সদস্য কালীপদ দাস এবং আহমেদ হোসেন, সোয়েব মোহাম্মদ সহ অন্যান্য নেতৃত্ব