পটাশপুর ও ভূপতিনগরের ওসি বদল



রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই  পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায় দুই দলের সংঘর্ষ মাথাচাড়া দিয়েছে।

বিশেষ করে পটাশপুর ও ভূপতিনগরে এর প্রবনতা বেড়েছে।এই অবস্থায়  তড়িঘড়ি করে পটাশপুর ও ভূপতিনগর থানার ওসিকে বদলী করা হল। তড়িঘড়ি বদলী ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু করেছে। যদিও রুটিন মাফিক বদলী বলে জেলা পুলিশ সূত্রে জানাগেছে।

সূত্রের খবর, পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শ্যাসমল বদলী হয়ে পুলিশ লাইনের গেলেন।তার জায়গায় এলেন দীপক চক্রবর্তী।  ভূপতিনগর থানার ওসি রবি গ্রাহিকা বদলী হয়ে তমলুকে ডি আই বি গেলেন। 

তার ডি আই বি থেকে এলেন পার্থ বিশ্বাস।  রবি গ্রাহিকা  তমলুকে ডি আই বি বদলী হলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন