ক্ষুদিরাম স্মরণে দু:স্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যসামগ্রী প্রদানের

 



ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুরের মেছেদাতে মেছেদা কালচারাল আ্যসোসিয়েশনের পক্ষ থেকে সকাল ৮ টায় ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা,


দু:স্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যসামগ্রী প্রদানের অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত অংশুমান রায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী সৌমী রায়। ক্ষুদিরামের জীবন নিয়ে আলোচনা করেন মাননীয় উত্তম পাড়‌ই, বিপ্লব মন্ডল, আশুতোষ মুখার্জী,ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমুখ।১০০ জন ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য সামগ্রী তুলে দেন কমিটির সভাপতি গনেন রায়,ড: কালিশংকর পাত্র, ড: রমেশচন্দ্র বেরা প্রমুখ।

এছাড়াও পাঁশকুড়া,তমলুক, মহিষাদল, ভোগপুর,বাঁকাডাঙ্গা,  কোলাঘাট সহ জেলার বিভিন্ন স্থানে প্রতিকৃতিতে মাল্যদান,রক্তদান শিবির প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন