কোলাঘাটের চাপদা-গাজই খালের ক্ষেত্রহাট থেকে পারিট পর্যন্ত অংশটি এম.জি.নারেগা(১০০দিনের কাজের)প্রকল্পে অবিলম্বে সংস্কার করার দাবিতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পুলশিটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন- পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি কমল কান্ত দোলই, সহঃ সভাপতি মদন সামন্ত, সহ-সম্পাদক মোহন দাস প্রমূখ। প্রধান জানান,খালটি সংস্কারের জন্য ৬ লক্ষ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে জেলা এমজি নারেগা দপ্তরে। অনুমোদন মিললেই কাজ শুরু হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্লকের পুলশিটা ও খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে যাওয়া ওই গুরুত্বপূর্ণ খালটির উপরোক্ত দু কিমি অংশ ৫.২ লক্ষ টাকায় গত ২০১৬ সালে সেচ দপ্তর সংস্কার করেছিল। কিন্তু তারপর কচুরিপানা- ঘাস-আবর্জনা জমে ওই অংশটি একেবারে জল যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে। ফলস্বরূপ এলাকার ধান- ফুল- সবজি চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নারায়নবাবু জানান, আগামী বর্ষার আগে খালটির ঐ অংশ সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে, ক্ষতিগ্রস্থ কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।