অস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল








প্রদীপ কুমার সিংহ 

বারুইপুর, আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাত দল কে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ডাকাতদের থেকে মিলেছে একটি বন্দুক,শাবল,ভোজালি সহ অন্যান্য অস্ত্র । ক্যানিং থানার তালদিতে একটি ইঁট ভাঁটা তে জড় হয়েছিল ধৃতরা। রবিবার গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক আতিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। হাতেনাতে গ্রেপ্তার করা হয় এই চারজনকে।ধৃতরা পুলিশের জেরাতে স্বীকার করেছে। 


তারা এলাকায় একটি ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হয়। এই ঘটনায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অস্ত্র নিয়ে তারা কোথায় ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল তা তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় অন্য অভিযুক্তরা এখনো পলাতক। খোঁজ চলছে তাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন