পথশ্রী প্রকল্পের ট্যাবলো উদ্বোধন





পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন।

এই প্রকল্পের উদ্দেশ্য পশ্চিমবাংলা প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা সারাই ও নতুন রাস্তার কাজ করার।


এই উপলক্ষে পশ্চিমবাংলার  ৩৪০ টা ব্লকের মধ্যে সিংহভাগ ব্লকে এই প্রকল্পের একটা ট্যাবেলো বার করা হয় আজ থেকে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য।


দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ব্লকের আজ এই ট্যাবেলো উদ্বোধন করেন বারুইপুর মহকুমা শাসক দেবারতী সরকার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তর এর লোকো শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে লোকো শিল্পীরা তবলা ঢোল কর তাল বাজিয়ে অনুষ্ঠানকে এক মনোরম পরিবেশ তৈরি করে।

যেখানে যেখানে এই ট্যাবেলো যাবে  লোকসংস্কৃতি দপ্তরে শিল্পীরা ঘুরবে।  মানুষকে সচেতন করার জন্য গান ও তবলা ঢোল বাজাবে।

তবে তথ্য-সংস্কৃতি দপ্তরের সূত্রে খবর আগামী তিনদিন এই  ট্যাবেলো ব্লকের রাস্তায় ঘুরে বেড়াবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন