প্রদীপ কুমার সিংহ
মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বারুইপুর পদ্মপুকুর অংকুর ক্লাবে রক্তদান শিবির আয়োজন করেছিল।
এবছর এটা প্রথম বছর। করোণা আবহে ও অত্যধিক গরমে ব্লাড ব্যাংক গুলি রক্তশূন্য হয়ে যাওয়াতে অনেক রুগী ঠিক মত রক্ত পাচ্ছে না তার ফলে মৃত্যু পর্যন্ত হচ্ছে।
ব্লাড ব্যাংক গুলি রক্ত শূন্য হওয়ায় বারুইপুর পদ্মপুকুরে অঙ্কুর ক্লাব সহযোগিতা হাত বাড়িয়ে দিল রক্তদান শিবিরের মাধ্যমে।
বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহোযোগিতায় এই রক্ত দান শিবির হয়। মহিলা ও পুরুষ মিলে প্রায় ৫০ জন রক্তদাতা তাদের মুল্যবান রক্ত দান করেন।
বারুইপুর পদ্মপুকুর অঙ্কুর ক্লাব শুধু রক্তদান শিবির নয় তারা সারা বছর ধরে সামাজিক মুলক কাজ করে।