পুজোর আগে নব্বই এর নস্টালজিয়া নিয়ে সিধু,শৌভিক সঙ্গে গানবন্ধুরা




          ইন্দ্রজিৎ আইচ


গানে,কবিতায়,ছবিতে ৯০ দশকের স্মৃতি উসকে দিতে আগামী ৪অক্টোবর হতে চলেছে "৯০ নস্টালজিয়া" বাচীক শিল্পী শৌভিক ভট্টাচার্যের উদ্যোগে সন্ধ্যা ৭:৩০ টা থেকে।

পুজোর আগে এমন একটা জমজমাট সন্ধ্যে কার না প্রিয়। ডিজিটাল মাধ্যমে এই কনসার্টে থাকছেন প্রখ্যাত সংগীত শিল্পী সিধু, বাচীক শিল্পী শৌভিক ভট্টাচার্য।সঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন রূপঙ্কর, উপল, পটা,সুরজিৎ,অনিন্দ্য।


সমসাময়িক যুগের বিশিষ্ট বাচিক শিল্পী শৌভিকের উদ্যোগে এই নব্বই এর নস্টালজিয়ায় শ্রোতারা এক ফেলে আসা দিনের ছোঁওয়া পাবেন!! এই ডিজিটাল পারফরম্যান্সটি নব্বই  দশকের  বাঙালি জীবনের কিছু টুকরো ছবি তুলে ধরবে। গানের শিল্পী ,ব্যান্ড এবং গানের কথা সব মিলিয়ে নানা মাইলস্টোন নিয়ে  থিমে সাজানো এই অনুষ্ঠান। সঙ্গে থাকছে গ্লাস পেইন্টিং এই উদ্যোগের নানা থিমকে মাথায় রেখেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন