পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের জগন্নাথপুরে কৃষি ও কৃষক, শ্রমিক বিরোধী কালাকানুন বাতিল করা সহ কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর সারাভারত জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বিভিন্ন গণসংগঠন সমূহের সম্মিলিত আহ্বানে কনভেনশন ও প্রচারাভিযান রূপায়িত হয়।
কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য নেতা হিমাংশু দাস, এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস, মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, শক্তিপদ পণ্ডা, মাণিক গারু, পৃথ্বীরাজ শীট প্রমুখ নেতৃবৃন্দ।
সিপিআইএম নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বাম - গনতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ জোট কে শক্তিশালী করার আবেদন জানান সিপিআইএম নেতা মামুদ হোসেন।