পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত হয়েছে এক বাইক আরোহী। তমলুকের সাউতানচকের ঘটনা।এদিন সকালে তমলুক ময়না রাজ্য সড়কে দুটি দ্রুতগতি সম্পন্ন মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি একটি বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়।
স্থানিয় মানুষ আহত বাইকের আরোহীকে উদ্ধার করে স্থানিয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। স্থানিয়দের অভিযোগ রাজ্য সড়ক দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে মাছের গাড়ি দ্রুতগতিতে যাতায়াত করার ফলে প্রায়শই ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। দুটি গাড়ির চালক ও খালাসি পলাতক।