দেশি মদ সমেত পাঁচজনকে গ্রেপ্তার



প্রদীপ কুমার সিংহ 

বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার বদলি হওয়ার পর নতুন পুলিশ সুপার কামানাশীষ সেন নেতৃত্বে  বিভিন্ন থানা গুলির  কাজের তৎপরতা অনেক বেড়ে যায়।

আজ বাড়ির পুর থানা পুলিশ নাকা চেকিং করার সময় শাসন রেল গেটের কাছে একটা টাটা সুমো থেকে প্রায় ৩০ লিটার দেশী মদ সমেত  ৫ জনকে গ্রেপ্তার করেছে।


পুলিশ সূত্রে খবর এদের আগে ও ধরা হয়েছিলো।

আজ এই পাঁচজনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন