বিড়ি খেতে গিয়ে জীবন্ত অগ্নিদ্বগ্ধ বৃদ্ধ !




প্রদীপ কুমার সিংহ 

 রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে বিড়ি খাওয়ার সময়ে অসাবধানবশত বিছানায় আগুন লেগে জীবন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের।নাম  বাবলু প্রামানিক(৭৫)। 

এমন নির্মম ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তগত বকুলতলার জগদীশপুরে।

পরিবার সূত্রের খবর গতকাল রাত্রে বাবলু বাবু খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর নিজের ঘরে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে পড়ার আগে বিড়ি খান। সেই সময় অসাবধানবশত বিছানায় বিড়ির  আগুন লেগে যায়। পাশের বাড়ি নিজের  ছেলে স্বপন বাবু যখন বুঝতে পারলো বাবার ঘরের আগুন লেগেছে বিছানায়  সব শেষ।

এমত অবস্থায় পরিবারে আরো লোকজনকে নিয়ে বাবাকে সমেত  বারুইপুর মহকুমা হাসপাতালে  আসে বারইপুর হাসপাতালের ডাক্তার বাবলু বাবুকে দেখে মৃত বলে ঘোষণা করে।

বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ  বাবলু বাবুর দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে। 

তবে এই ব্যাপারে বারুইপুর থানার কেউ অভিযোগ করেনি। পুলিশ একটা স্বত:প্রনোদিত  মামলা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন