প্রদীপ কুমার সিংহ
মদ্যপ অবস্থায় দু জন যুবক সঞ্জু বিশ্বকর্মা ও জাকাত গাজী মোটর বাইক চালিয়ে আসছিল, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা তাল গাছে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে বারইপুর থানার অন্তগত উত্তরভাগে হীরা ইটভাটার কাছে। দুজন আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। একজনের মৃত্যু হয় নাম সঞ্জু বিশ্বকর্মা (৩১)। জাতাক গাজীকে বারুইপুর মহকুমা হাসপাতালে ডাক্তার রেফার করে চিত্তরঞ্জন মেডিকেল হসপিটালে।
সঞ্জুর পরিবারের সূত্র খবর, দুজনেই উত্তরভাগ এ ডায়মন্ড ইট ভাটায় কাজ করতো। গতকাল সন্ধ্যায় সাতটার পর ছোট মেয়ের খাবার কিনতে। খাবার কিনে আসার সময় জাতাকের সঙ্গে ওর দেখা হয় সঞ্জু। তারপর দুজনেই মদ্যপান করে বাইক নিয়ে উত্তর ভাগের দিকে আসছিল বাইকের গতি এত জোরে ছিল রাস্তার পাশে তাল গাছে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে খবর সঞ্জু বিশ্বকর্মা আসল বাড়ি উত্তরপ্রদেশে বিলাসপুরে থাকতো ও জাকাতে বাড়ি সূর্য পুরে।
যদিও সঞ্জু বিবাহিত ছিলেন তার দুই শিশু কন্যা আছে একজনের বয়স এক বছর আরেকজনের বয়স ৬ বছর।
এই খবর পাওয়ার পর উত্তর ভাগের ডায়মন্ড ইটভাটায় শোকের ছায়া নামে।।
পুলিশ সঞ্জু বিশ্বকর্মার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।