শুক্রবার ছিল মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন। শুক্রবার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে প্রতিকৃতি ও মুর্তিতে মাল্যদান সহ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে গোটা দেশ জুড়ে। এদিন একটু ভিন্ন আঙ্গিকে তাঁকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের শিক্ষক দিব্যেন্দু সাহা।
মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা দিব্যেন্দুবাবু কালোজিরা ও কারি পাতা দিয়ে গান্ধীর প্রতিকৃতি এঁকে শ্রদ্ধা জানান। তিনি তাঁর এই শিল্পসৃষ্টির ছবি সোস্যাল মিডিয়ার শেয়ার করেছেন। তাঁর সেই ছবিতে যেমন বহু মানুষ কমেন্ট করে গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়েছেন তেমনি দিব্যেন্দুবাবুকে কুর্ণিশ জানিয়েছেন।
দিব্যেন্দুবাবু বরাবরই এইরকম। তিনি নানা ঘটনা ও ব্যক্তির স্মরণে নানা রকম উপকরণ দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।