সংকট মেটাতে কোলাঘাটে রক্তদান শিবির



রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা -১ গ্রামপঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির।বর্তমান করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে পঞ্চায়েতের এই প্রথম এই বিশেষ উদ্যোগ। 

এদিন ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।এছাড়াও এদিন পঞ্চায়েতের তরফ থেকে প্রাক্তন প্রধানদের এবং এলাকার করোনা যোদ্ধাদের সম্বর্দ্ধনা করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুব্রত বিশ্বাস,উপপ্রধান মুজিবুল তরফদার,পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু,কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ,কোলাঘাট বীটহাউস থানার আই সি সমর মিশ্র সহ বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন