বঙ্গ শিরমনি অনন্য সম্মান ২০২০




         ইন্দ্রজিৎ আইচ


রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউশান অফ্ জার্নালিস্ট-এর আয়োজনে কলকাতা প্রেস ক্লাবে বুধবার স্বর্গীয়া অর্চনা বর্ধন (শম্পা)র স্মৃতির উদ্দেশ্যে বঙ্গ শিরোমনি অনন্য সন্মান ২০২০ হয়ে গেল।এবছর ছিল দশম বর্ষ।


এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের  সূচনা করেন সমাজসেবী স্বপন সমাদ্দার, সভাপতি অনিল কুমার দাস ও সম্পাদক অনুপ কুমার বর্ধন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তিম দাশ, উমেশ রায় ও অমরেশ রায়।


এবার মোট ১২ জনকে বঙ্গ শিরোমনি সম্মান দেওয়া হয়েছে।এ বছর সম্মান বঙ্গ শিরোমনি সম্মান পেলেন স্বপন সরদার, সুধীর দত্ত,ডা: অরুনাভ লালা, দেবাশীষ বাজ, চিন্ময় দাস, শর্মিষ্ঠা বসু,ডাঃ বি.এন.দাস, সুরেন্দ্র কুমার সিং, শ্রীলগ্না দেব, ভৈরবানন্দ মহারাজ(আদি), রাহুল বোস প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, মৌসুমী বর্ধন, অমিত রায়,সন্দীপ বাগ প্রমুখ। অর্চনা বর্ধনের স্মৃতিচারণে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন