পুলিশের সাংবাদিকদের নিয়ে বিজয়া সম্মিলনী

 




প্রদীপ কুমার সিংহ 

 বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার কামানাশীষ সেন এর উদ্যোগে  বারুইপুরের প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে  বিজয়ার সম্মেলন অনুষ্ঠিত হয় ।বারুইপুর জেলা পুলিশের অফিস কনফারেন্স রুমে বুধবার দুপুরে সম্মেলন হয়। 

এখানে বহু  সাংবাদিক উপস্থিত ছিলেন।সেই সঙ্গে উপস্থিত ছিলেন  বারুইপুর জেলা পুলিশের ডি এস পি এ পি ইন্দ্রলীন স্যানাল। 

পুলিশ সুপার এইদিন সাংবাদিকদের একটি বারুইপুর জেলা পুলিশে রুট ম্যাপ তুলে দেন।

সাংবাদিকরা ও এইদিন সাংবাদিকদের তরফে  নিজস্ব একটি পূজা ম্যাগাজিন পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া দেয়। ম্যাগাজিনের নাম জাগরি।এবছর প্রথম বেরিয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন