প্রদীপ কুমার সিংহ
মোবাইল এর টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। সোনারপুর থানার হাতে গ্রেফতার মোট ১৩ জন।
সল্টলেক থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে। সেক্টর ফাইভে ইসিপিএস থানার পাশেই রীতিমতো অফিস খুলে চলছিল এই প্রতারণার দল। একটি মোবাইল কোম্পানির(এয়ারটেল) টাওয়ার বসানোর নাম করে বিভিন্ন লোককে ফোন করত।
টাওয়ার বসালে ২৫ লক্ষ টাকা ও চাকরির অফার দেওয়া হয়। যে রাজী হত তাকে বিভিন্ন কাজের প্রসেসিং ফি এর নাম করে ও অন্যান্য পদ্ধতি দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করত।
এই কোম্পানী মোট ১২০ জন কাজ করত। লক্ষাধিক প্রতারকের নাম পেয়েছে পুলিশ। বিভিন্ন নামী ইন্সুইরেন্স কোম্পানির নাম করে প্রতারণা করা হত বলে অভিযোগ। এই ঘটনায় বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিও জড়িত বলে মনে করছে। বেশ কয়েকজনের নামও জানা গিয়েছে।
পুলিশ তদন্তে নেমে অফিস থেকে ৭০টি ফোন, ৩০টি ল্যান্ডফোন, ৩টি ল্যাপটপ, ২টি কম্পিউটার, ৫০টির মত সিলপ্যাক সিমকার্ড ও দেড়লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।