উত্তরপ্রদেশে হাথরাস সহ অন্যান্য স্থানে ঘটে যাওয়া গণধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,ঘটনায় উত্তর প্রদেশের যোগী সরকারের ভূমিকার প্রতিবাদে এবং পশ্চিম বাংলা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং সর্বত্র দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আবারও পথে নেমে একযোগে সোচ্চার হলো বামপন্থী দলসমূহ ও জাতীয় কংগ্রেস।
মঙ্গলবার উল্লিখিত ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলে বামেদের পক্ষে নেতৃত্ব দেন তরুণ রায়,তাপস সিনহা, সন্তোষ রানা,শৈলেন মাইতি, কংগ্রেসের পক্ষে সমীর রায়,দেবীদাস মহাপাত্র,মহম্মদ সাইফুল,মান্তু আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।