পুড়ে যাওয়া দুমাস পরে বারুইপুর কাপড়পট্টি নতুন ভাবে উদ্বোধন হলো




প্রদীপ কুমার সিংহ 

বারুইপুর পুরসভার উদ্যোগে কাছারি বাজারের নবরুপে কাপড়পট্টির উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দোপাধ্যায়। ছিলেন পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী, গৌতম দাস,পুরপিতা স্বপন মন্ডল। 


যদিও পুরসভার অন্য পুরপিতা-মাতাদের দেখা যায়নি অনুষ্ঠানে। রবিবার উদ্বোধনের পর বিধায়ক কাপড়পট্টির দোকান ঘুরে দেখেন। কথা বলেন ব্যবসায়ীদের সাথে।


 প্রসঙ্গত,গত ৪ আগস্ট রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কাপড়পট্টির শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। মোট ৭২ টি দোকান কাপড়পট্টিতে রয়েছে। প্রশাসনের উদ্যগে ১০৩ জন আবেদনকারীর মধ্যে ৯৮ জন ক্ষতিপূরণ পেয়েছেন।  ৭২ জন ব্যবসায়ী ৩৫ হাজার টাকা ২৬ জন ব্যবসায়ী ৬ হাজার ৩০০ টাকা করে পেয়েছেন। 


এদিন অধ্যক্ষ বলেন,মুখ্যমন্ত্রীর তৎপরতায় দ্রুত ব্যবসায়ীরা ক্ষতিপূরন পেল ও ব্যবসায়িরা পুজার আগেই দোকান চালু করতে পারল। এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন