বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই গ্রামে রূপনারায়ন নদের চর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ।আনুমানিক বয়স বছর চল্লিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টা নগাদ গ্রামবাসীদের নজরে আসে নদীর পাড়ে ভেসে আসা এই দেহটি।এরপর তমলুক থানায় খবর দেওয়া হয়।তারপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
এবং ময়না তদন্তের জন্য তমলুকে নিয়ে যাওয়া এই।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় খারুই গ্রামে।