রাস্তা সংস্কারের দাবীতে বিডিও অফিসে গন ডেপুটেশান




পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তগর্ত কুকড়াহাটি ১ নং অঞ্চলের হরিবল্লভপুর গ্ৰামের ১৭ নং বুথের দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা সংস্কারের দাবীতে সুতাহাটা বিডিও অফিসে গন ডেপুটেশান জমা করা হয়।

উল্লেখ্য হরিবল্লভপুর-কুকড়াহাটি গ্ৰামীন সড়কের হরিবল্লভপুর গ্ৰামের 3 কিমি রাস্তা জুড়ে খানা-খন্দে ভরা।বর্ষাকালে রাস্তায় হাটুসমান জল জমে যায়।এবং গ্ৰামের রাস্তায় আলো না থাকায় রাতের অন্ধকারে বাড়তি ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্ৰামবাসীদের।গ্ৰামবাসীদের অভিযোগ দীর্ঘ ৮-১০ বছর ধরে এই রাস্তার বেহাল দশা।কিন্তু প্রশাসনের কাছে বারবার দারস্থ হয়েও কোন সুরাহা হয়নি।তাই আজ আমরা গ্ৰামবাসীরা একত্রিত হয়ে আজ বিডিও অফিসে গন ডেপুটেশান জমা দিলাম।


ওই জল কাদা পেরিয়ে বহু স্কুল,কলেজ ছাত্রী,ব‍্যাবসায়ী, অফিস কর্মীরা যাতায়াত করতে হয়।স্থানীয় গ্ৰামবাসী সুজিত কুমার দাস বলেন দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে।একাধিক স্থানীয় পঞ্চায়েত সদস‍্যকে বলেও কোন কাজ হয়নি।তাই বাধ‍্য হয়ে নিজেদেরকে উদ‍্যোগ নিয়ে বিডিও অফিসে গন ডেপুটেশান জমা দিতে হল।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন