এগরাতে পথচলা শুরু করলো আনন্দধারা


 

আনন্দধারা একটি ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠন। যার নামকরণ হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে এক সন্ধ্যায়। উপস্থিত  কয়েকজন সহকর্মী ও বন্ধুরা।  আনুষ্ঠানিক ভাবে সপ্তমীর দিন স্বাস্থ্যবিধি মেনে  কাঁথির ফরিদপুর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে নতুন বস্ত্র  তুলে দেওয়ার মাধ্যমে  আনন্দধারা পথ চলা শুরু করল।

 সেই সঙ্গে এগরাতে শাখা সংগঠন তৈরি হল। এদিন সপ্তমীর দিন সন্ধ্যা সাতটায় এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের করোনা যোদ্ধা মঞ্চে আনন্দধারা এগরা শাখার  উদ্বোধন হয় বস্ত্র বিতরণের মাধ্যমে।   মহা সপ্তমীর  দিন বৃদ্ধাশ্রমে আবাসিকদের বস্ত্র আহার ও পুজো দেখার খরচ সঙ্গে ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আহারের ব্যাবস্থা করা হয়। 

উপস্থিত ছিলেন কাঁথি আনন্দধারার কর্ণধার রঞ্জন মহাপাত্র, এগরা শাখার কর্ণধার জয়ন্ত সাহু,সুমন দাস,দেবাশীষ মান্না,দেবাশীষ মাইতি প্রমুখ।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন