দিব্যাঙ্গ শিশুদের বস্ত্র দান

 


মারন ভাইরাস করোনা সংক্রমনের জেরে দীর্ঘ আটমাস কাজ হারিয়ে বহু মানুষ বেকার হয়েছে। গরীব মানুষের হাল বেহাল হয়েছ্র।গ্রামের দিব্যাঙ্গজন পরিবারের মানুষজন নিঃস্ব হয়ে গিয়েছে এই অতি মহামারীর কবলে। আর ঠিক তার মাঝে এসে পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। 

এই উৎসবে ওদের হাঁসি আজ ম্লান হতে বসেছে, সেই সব দুঃস্থ-অসহায় দিব্যাঙ্গ শিশুদের মুখে এক চিলতে হাঁসি দেখার ক্ষুদ্রতম প্রয়াসে সামিল হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের অন্তর্গত কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি। তাঁরা সামাজিক দূরত্ব ও করোনা বিধি মেনে ৪০জন দুঃস্থ অসহায় দিব্যাঙ্গ শিশুদের পূজোয় নতুন পোশাক তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শৌলজা বাড়ী , উপস্থিত ছিলেন মালতি চক্রবর্তী , দীলিপ চাকড়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন